শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে ওয়ান শুটারগানসহ মো. রাকিব (২০) নামের দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় সহিদ নামের আরও একজন পালিয়ে যায়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাকিব নরসিংদী জেলার রায়পুরা থানার মধ্য নগর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।এছড়া পলাতক সহিদ একই উপজেলার বালুরচর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই এলাকায় একদল দুষ্কৃতকারী অবস্থান করছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পালানোর চেষ্টা করলে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ রাকিব নামের যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় সহিদ...