ময়মনসিংহের তারাকান্দায় বাউল ফকির হালিম উদ্দিন আকন্দ (৭০)-এর মাথার জট, দাড়ি ও চুল জোরপূর্বক কেটে দেওয়ার ঘটনায় স্থানীয় সাংস্কৃতিক অঙ্গন ও মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনজন ব্যক্তি বৃদ্ধ হালিম ফকিরকে ধরে তাঁর চুল কেটে দিচ্ছেন। ওই সময় নিজেকে ছাড়িয়ে নেওয়ার প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ হয়ে তিনি অসহায়ভাবে বলেন—“আল্লাহ, তুই দেহিস।” হালিম উদ্দিন আকন্দ তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা। এলাকায় তিনি ‘হালিম ফকির’ নামে পরিচিত। সংসার জীবনে তিনি দুই সন্তানের জনক। দীর্ঘ ৩৭ বছর ধরে মাথায় জট রেখেছেন। হজরত শাহজালাল (রহ.) ও শাহ্ পরান (রহ.)-এর ভক্ত তিনি। কৃষিকাজের পাশাপাশি টুকটাক কবিরাজিও করতেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে হালিম উদ্দিন বলেন, গত কোরবানির ঈদের কয়েক দিন আগে কাশিগঞ্জ বাজারে কয়েকজন লোক হঠাৎ তাঁকে ধরে...