বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের সহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। দুর্ঘটনাটি শুক্রবার সকাল ৬টার দিকে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি কাঁঠালতলা, বগুড়া-সারিয়াকান্দি সড়কে ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে সারিয়াকান্দির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার সুলতানপুর এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে, সিএনজি চালক শুকুর আলী (৪০), গাইবান্ধার সাঘাটা উপজেলার কুটিবাড়ি এলাকার বিমল মিয়ার ছেলে বিপুল মিয়া (৩৮) ও নিহত বিপুলের ছেলে বিপ্লব মিয়া (৫)। আহত দু’জন হলেন, নিহত বিপুল মিয়ার স্ত্রী মমতা (৩২) ও তার কন্যা রুপামনি (৯)। তাদের অবস্থা আশঙ্কাজনক। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিপুল মিয়া পরিবারসহ ঢাকা থেকে ভোরে বগুড়ায় আসে। বগুড়া শহর থেকে সিএনজি...