বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ শুরু হবে ৮ অক্টোবর থেকে। ১। সহকারী নৌ-প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার (ডিজেল)পদসংখ্যা: ৩বেতন স্কেল: ২২০০০–৫৩০৬০ টাকা ২। তত্ত্বাবধায়ক (তড়িৎ), ঊর্ধ্বতন কারিগরি সহকারী (তড়িৎ), উপসহকারী প্রকৌশলী (তড়িৎ)পদসংখ্যা: ২বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা ৩। উপসহকারী প্রকৌশলী (পুরকৌশল), এস্টিমেটর (সিভিল)পদসংখ্যা: ১২বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা ৪। সহকারী কারিগরি কর্মকর্তা (জাহাজ/মেরিন), তত্ত্বাবধায়ক (ডিজেল/নির্মাণ), যান্ত্রিক/জাহাজ নির্মাণ তত্ত্বাবধায়ক, ঊর্ধ্বতন কারিগরি সহকারী (যান্ত্রিক/ডিজেল/জাহাজ নির্মাণ), এস্টিমেটর এবং উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক/মেরিন)পদসংখ্যা: ১১বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা ৫। সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী নিরীক্ষা কর্মকর্তাপদসংখ্যা: ১বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা ৬। প্রশিক্ষক (ডেক)পদসংখ্যা: ১বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা ৭। প্রশিক্ষক...