আলোচিত মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। শোবিজ অঙ্গনের পাশাপাশি আইনজীবী হিসেবে কাজ করছেন এই অভিনেত্রী। বিশ্ব মানের বেশ কিছু সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে এনেছেন পিয়া। তবে এখন আর কোনো সুন্দরী প্রতিযোগিতায় তাকে দেখা যায়। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২৫’ প্রতিযোগিতার চূড়ান্ত আসরে উপস্থিত হয়ে বিজয়ীর মুকুট পরিয়ে দেন পিয়া। এ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী। এ আলাচারিতায় তার কাছে জানতে চাওয়া হয়, আপনি আবার কবে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেবেন?আরো পড়ুন:একাত্তরে হারিয়েছি, আজকেও হারাব: চমকএবার ধারাবাহিক নাটকে যুক্ত হলেন সুনেরাহ এ প্রশ্নের জবাবে পিয়া জান্নাতুল বলেন, “আপনারা কী ভাবেন মেয়ে মানুষের বয়স হয় না। আমি যদি এখনো ষোলো বছর, পঁচিশ বছরের মেয়েদের মতো হেঁটে বেড়াই, আমি আমার কাজটা করব না? আমার যে মেধা, পড়াশোনা করেছি সেটার প্রতিফলন ঘটাব না? আমি...