ফিলিস্তিনে ইসরাইলি দখলদার বাহিনী,মানবতাবিরোধী কোনো অপরাধ বাদ রাখেনি।ট্রিগারে চাপ দিলেই উড়ে যায় প্রাণ, ছিটকে পড়ে পা,হায় কোথায় মানবতা! ঘুমঘোরে ভাইকে মারে বোনের অন্তহীন অনন্ত কান্নাভূমিষ্ট হয়ে যে শিশু দেখে ধ্বংসস্তূপে মায়ের রক্তাক্ত শরীরবোমার আঘাতে উড়ে যায় বাড়ি, শৈশবে শিশু হারায় দুটি হাত।বারবার দেখি লাশের বহর, ফিলিস্তিন গাজার শহর। মুহূর্তেই ধ্বংস হয় প্রকৃতি, মানুষ হয় বলিদানতবুও মৃত্যুপুরী, রক্তনদী সাঁতরে বাঁচার স্বপ্ন দেখে যারা;তাদের প্রতিটি রাত কী ভয়ংকর কালোরাত, খেলে মৃত্যু মৃত্যু খেলা।কী নির্মম নিষ্ঠুরতা!ত্রাণশিবিরে খাবার না দিয়ে গণহত্যাআশ্রয়কেন্দ্র, হাসপাতাল বোমার আগুনে পুড়ে ছাই,মুখ থেকে ফেলে দেয় খাবারমা-বোনদের সঙ্গে অসহ্য ব্যাভিচার। কোথায় বিশ্ব মানবাধিকার?আল আকসা মসজিদে কে দেবে আজান?একটি রক্তাক্ত শিশু, ধ্বংসস্তূপ থেকে আল আকসার দিকে এগিয়ে আসছেপূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ, উদয় থেকে ইমাম মাহদীর একটি শক্তিশালী আজান,প্রতিধ্বনির অপেক্ষায় পৃথিবী। রক্তচোষা খুনি ইসরাইল তৃতীয়...