গাজায় গণহত্যার প্রেক্ষিতে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় নিষিদ্ধ চায় ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফা। এই বিষয়ে ভোটাভুটির পথে এগোচ্ছে তারা। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এই তথ্য জানিয়েছে। উয়েফার ২০ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির বেশিরভাগ সদস্য ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার প্রস্তাবকে সমর্থন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে সূত্রগুলো নাম প্রকাশে অনিচ্ছুক, কারণ বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। ইসরায়েল নিষিদ্ধ হলে, জাতীয় দলসহ তাদের ক্লাবগুলো আন্তর্জাতিক ফুটবলে অংশ নিতে পারবে না। এর মধ্যে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোও রয়েছে। ইসরায়েলের পুরুষ দল আগামী দুই সপ্তাহের মধ্যে নরওয়ে ও ইতালির বিপক্ষে বাছাই ম্যাচ খেলতে যাচ্ছে। এখনো নিশ্চিত নয় যে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই নিষেধাজ্ঞা সমর্থন করবে কি না। কেননা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ...