২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম ঈদগাঁও ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় ডাকাতি ও অপহরণের মতো অপরাধ নির্মূলে এক দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছে পুলিশ। সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াছমিনের নেতৃত্বে ডিবি পুলিশ, উখিয়া থানা, রামু থানা পেকুয়া থানা এবং জেলার পুলিশ প্রশাসনসহ আজ সকালে এ চিরুনি অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে ঈদগাঁওর বিভিন্ন পাহাড়ি বনাঞ্চলে ডাকাত ও অপহরণকারী চক্রের সদস্যরা আস্তানা গেড়েছিল। এসব চক্রের কারণে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকরাও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। দায়িত্ব গ্রহণের পরপরই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ওসি ফরিদা ইয়াছমিন এই বিশেষ অভিযানের নির্দেশ দেন। অভিযানের সময় পুলিশ সদস্যরা কাঁধে অস্ত্র নিয়ে দুর্গম ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথে এগিয়ে যান। অপরাধীদের সম্ভাব্য আস্তানাগুলো লক্ষ্য করে তারা ব্যাপক তল্লাশি চালান। এই অভিযানে পুলিশ সদস্যরা...