উপজেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এ দারুণ সাফল্য দেখিয়েছে রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। বরাবরের মতো ধারাবাহিকতা ধরে রেখে প্রতিষ্ঠানটি কাবাডি, হ্যান্ডবল ও ফুটবল—তিন ইভেন্টেই চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতার কাবাডি ফাইনালে গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়কে ২১–৩ পয়েন্টে হারায় রাবেয়া-আলীর মেয়েরা। হ্যান্ডবল ফাইনালেও একই বিদ্যালয়ের বিপক্ষে ৪–০ গোলে জয় পায় দলটি। ফুটবলে গোপালগঞ্জ রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ে শিরোপার হ্যাটট্রিক পূর্ণ করে প্রতিষ্ঠানটি। এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা। তাদের মতে, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও খেলোয়াড়সুলভ মানসিকতাই এই অর্জনের মূল চালিকা শক্তি। তারা আশা প্রকাশ করেন, জাতীয় পর্যায়েও শিক্ষার্থীরা কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রাখবে। এই অর্জনের মাধ্যমে রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ শুধু উপজেলাতেই নয়, পুরো জেলার ক্রীড়াঙ্গনে নিজেদের গৌরবময়...