এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য ফাইনালে ওঠার শেষ সুযোগ। লক্ষ্যটাও ছিল একেবারে নাগালের মধ্যে; মাত্র ১৩৬ রান।কিন্তু ব্যাটিং ব্যর্থতার আরেকটি লজ্জাজনক অধ্যায় যোগ করেই শেষ হয়ে গেল টাইগারদের এবারের অভিযান। দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে প্রথমে বোলাররা নিজেদের সেরাটা দিয়েছেন। পাকিস্তানকে মাত্র ১৩৫ রানে আটকে দেয় তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনরা। এমন বোলিংয়ের পর জয়ের সম্ভাবনা ছিল বাংলাদেশের পক্ষেই। কিন্তু লক্ষ্য তাড়ায় হৃদয়, জাকের ও সোহানদের গড়া ব্যাটিং লাইনআপ সম্পূর্ণ ব্যর্থ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত থেমেছে ৯ উইকেটে ১২৪ রানে, হেরেছে ১১ রানে এবং বিদায় নিয়েছে এশিয়া কাপ থেকে। ১৩৬ রানের কম লক্ষ্য তাড়ায় ব্যর্থ হওয়ার ঘটনা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে মাত্র দুইবার ঘটেছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশও। ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের আউট হওয়ার...