ফরেনসিক অ্যানালাইসিস অব ফিনান্সিয়াল স্টেটমেন্টস বা আর্থিক প্রতিবেদনসমূহের ফরেনসিক বিশ্লেষণ বিষয়টি শুধু সাংবাদিকদের জন্য নয়, আমাদের পুরো পুঁজিবাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের রাঙামাটি জেলার রাঙামাটি দ্বীপ রিসোর্টে ‘ফরেনসিক অ্যানালাইসিস অব ফিনান্সিয়াল স্টেটমেন্টস’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।কর্মশালাটি আয়োজন করে বিএসইসি। রাশেদ মাকসুদ বলেন, এটি একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশের পুঁজিবাজার আরও স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব হয়ে উঠবে। আমাদের দেশের পুঁজিবাজার আজ উন্নয়নের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে তালিকাভুক্ত কোম্পানির সুশাসন বৃদ্ধি, বন্ড মার্কেটের সম্প্রসারণ, ডিজিটাল ট্রেডিং প্ল্যাটফর্মের উন্নয়ন এবং নীতিমালা সংস্কারের ফলে বিনিয়োগের নতুন দিগন্ত উন্মুক্ত হয়েছে। তবে বাজারকে সঠিক পথে এগিয়ে নিতে হলে শুধু নীতিমালা...