২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম গত ৯ সেপ্টেম্বর বহু আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন-২০২৫। বহুল কাঙ্খিত এই নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে ভূমিধ্বস বিজয় অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সমর্থিত প্যানেল এবং হলগুলোতেও স্বতন্ত্র প্রার্থী দাবি করে শিক্ষার্থীদের সঙ্গে এক প্রকার কপটতার আশ্রয় নেয় তারা। এদিকে নির্বাচনকালীন পরিবেশ নিয়ে পূর্বেই বেশ শঙ্কা প্রকাশ করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল, স্বতন্ত্র শিক্ষার্থী জোটসহ অন্যান্য বাম ছাত্র সংগঠনগুলো। তাদের অভিযোগ ছিল ক্যাম্পাসে শিবিরের একক আধিপত্য এবং মব সন্ত্রাসের মতো কার্যক্রম বন্ধ না করতে পারলে তার গুরুতর প্রভাব পড়বে ডাকসু নির্বাচনে। তাই প্রসাশনের কাছে নির্বাচনকালীন পরিবেশ স্বচ্ছ ও নিরপেক্ষ রাখার বারংবার আহ্বান জানিয়ে নিজেদের মতামত ব্যক্ত করে এইসব ছাত্র সংগঠনগুলো। সম্প্রতি...