জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যুক্তরাষ্ট্র সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি অন্তর্বর্তী সরকারের গত ১৪ মাসে নেওয়া সংস্কার কার্যক্রম, অর্থনৈতিক পুনরুদ্ধার ও গণতান্ত্রিক রূপান্তরের পদক্ষেপ তুলে ধরবেন। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিতর ব্যাপারে বিশ্ববাসীকে অবহিত করবেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা জাতিসংঘে তার ভাষণে সরকারের কার্যক্রম, নির্বাচনের প্রস্তুতি ও বিচার কার্যক্রমের পাশাপাশি রোহিঙ্গা ইস্যু তুলে ধরবেন। এদিন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহাহুর ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে পাকিস্তান, চীন, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাদাইনস, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, গ্রিস, মালটা ও ভুটানের রাষ্ট্র ও সরকার প্রধানের পর প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন বলে জানা গেছে।আরও পড়ুনআরও পড়ুনগ্রামে...