মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দখলকৃত পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করতে দেবেন না। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। “আমি ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্ত করতে দেবো না। এটা হবে না,” বলেন ট্রাম্প। তিনি আরও জানান, গাজা নিয়ে একটি চুক্তি এখন ‘অতি সন্নিকটে’, এবং সোমবার তার সঙ্গে নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে। গাজায় যুদ্ধ বন্ধ ও পশ্চিম তীরের দখল ছাড়তে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। ইতোমধ্যে যুক্তরাজ্য, ফ্রান্সসহ একাধিক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও পশ্চিম তীর অধিভুক্তিকে “নৈতিকভাবে, আইনিভাবে ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য” বলে সতর্ক করেছেন। অন্যদিকে নেতানিয়াহুর জোট সরকারে থাকা কট্টর ডানপন্থিরা পুরো পশ্চিম তীর অধিভুক্ত করার দাবি জানাচ্ছেন।...