ম্যাচে পিছিয়ে পড়েও কীভাবে ঘুড়ে দাঁড়ানো যায় গত মৌসুমে সেটি ভালোভাবেই দেখিয়েছে বার্সেলোনা। কাতালান ক্লাবটি গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে আরও একবার সেটিরই পুনরাবৃত্তি ঘটালো। লা লিগায় প্রতিপক্ষ রিয়াল ওবেইদোর বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে থেকেও পরে দাপট দেখিয়ে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। ওবেইদোর ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখালেও গোল পাচ্ছিল না বার্সেলোনা। এমন কি প্রথমার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা। একপর্যায়ে মনে হয়েছিল ম্যাচে পয়েন্ট হারাবে বার্সেলোনা। তবে সেই শঙ্কা আর বাস্তবে রূপ নেয়নি। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ম্যাচটা জিতে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচের দশম মিনিটে রাশফোর্ডের ভলি দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন ওবেইদো গোলরক্ষক। ৩২তম মিনিটে রাফিনহার আরেকটি শট গোলপোস্টে লেগে ফেরে। এর এক মিনিট পর ম্যাচের ৩৩তম মিনিটে মারাত্মক ভুল করে...