নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য বহুদিনের। তবে এই সহাবস্থানের মাঝেও কখনো কখনো ঘটে যায় কিছু অপ্রীতিকর ঘটনা, যা প্রকৃতপক্ষে রাজনৈতিক প্রভাবিত হলেও ধর্মীয় রূপ ধারণ করে। ইসলামের দৃষ্টিতে অমুসলিমদের প্রতি সদয় ও ন্যায়পরায়ণ আচরণের নির্দেশনা রয়েছে। কোরআনের সূরা মুমতাহিনায় মহান আল্লাহ বলেছেন, “যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং ঘর থেকে বের করে দেয়নি, তাদের সঙ্গে সদ্ব্যবহার ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি।” একবার নবী করিম (সা.) একটি ইহুদি মৃতদেহ দেখে দাঁড়িয়ে যান। সাহাবীরা জিজ্ঞেস করলে তিনি বলেন, “সে কি মানুষ নয়?” (বোখারি, মুসলিম)। এটি প্রমাণ করে যে, মানবতার প্রতি সম্মান ইসলাম শিক্ষা দেয়। লেখকের মতে, পূজা একটি ‘শিরকভিত্তিক ধর্মীয় কার্যক্রম’, যা ইসলামে সবচেয়ে বড় পাপ হিসেবে বিবেচিত। কোরআনের ভাষ্য অনুযায়ী, “আল্লাহ তার সঙ্গে শরিক করাকে ক্ষমা করেন...