ফরিদপুর সদর উপজেলার চৌধুরী বাজার এলাকায় পানিতে ডুবে দুই নাতি ও দাদি নিখোঁজ হন। পরে এক নাতিসহ দাদির লাশ উদ্ধার করা হয়। অপর নাতি নিখোঁজ থাকলেও আজ শুক্রবার সকালে তার লাশটি কুমার নদীতে ভেসে ওঠে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসান চর গ্রামের চৌধুরী বাজার এলাকায় কুমারনদে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার হওয়া দাদির নাম মালা বেগম (৬৮)। তিনি পশ্চিম ভাসান চর গ্রামের দিরাজউদ্দিন মৃধার স্ত্রী। নিহত শিশুদের নাম হল, তোতা মৃধার ছেলে তৌসিফ (৭) এবং তার আপন চাচাতো ভাই সারফুদ্দিন মৃধার ছেলে সোয়াদ (৬)। অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান বারি চৌধুরী বলেন, দুপুরে বাড়ির পাশে কুমার নদে গোসল করতে নামে আপন দুই চাচাতো ভাই সোয়াদ ও তৌসিফ। গোসলের এক পযায়ে তারা পানিতে ডুবে যায়। এ...