বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স পাকিস্তানের কাছে গুরুত্বপূর্ণ সুপার ফোর ম্যাচে ১১ রানে হারের পর হতাশা প্রকাশ করেছেন। তিনি মনে করেন, তিনটি ক্যাচ ফেলার পর ব্যাটসম্যানদের “ভুল শট সিদ্ধান্ত” দলের এশিয়া কাপ ফাইনালে যাওয়ার সুযোগ নষ্ট করে দিয়েছে।সিমন্স বলেন,“যখন আমরা শাহীন আফাদি আর নাওয়াজের ক্যাচ ফেলেছি, তখনই খেলার ধারা বদলে যায়। তার আগে আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে ছিলাম। কিছু ক্যাচ সম্ভবত [লাইটের কারণে] মিস হয়েছে, তবে আমার মনে হয় না আমরা যে ক্যাচগুলো লাইটের কারণে নিতে পারিনি।”পাকিস্তান যখন ৫১/৫, নুরুল হাসান ও শেখ মেহেদী হাসান ১২তম ওভারে শাহীন আফ্রিদির ক্যাচ ফেলে দেন। আফ্রিদি ১৩ বল খেলে দুই ছক্কা মেরে পাকিস্তানের স্কোরে গতি যোগ করেন। পরে পরভেজ হোসেন ইমন মোহাম্মদ নওয়াজকে শূন্যতে ক্যাচ ফেল করেন। নওয়াজ ১৫ বল খেলে ২৫ রান করেন,...