২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১ এএম ইকুয়েডরে একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। চলতি সপ্তাহে দেশটিতে এটি দ্বিতীয় প্রাণঘাতী কারাগার দাঙ্গার ঘটনা। বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) কলম্বিয়া সীমান্তের কাছে উপকূলীয় শহর এসমেরালদাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তারা কারাকক্ষের ভেতর থেকে নিহত বন্দীদের খুঁজে পেয়েছে। এএফপি সংবাদ সংস্থার যাচাইকৃত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, নিহতদের রক্তাক্ত ও খালি দেহ মাটিতে পড়ে আছে। এদের মধ্যে অন্তত দুজনের শিরশ্ছেদ করা হয়েছিল। এর আগে চলতি সপ্তাহের শুরুতে, ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে গ্যাংদের লড়াইয়ের কারণে সৃষ্ট একটি কারাগার দাঙ্গায় ১৪ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছিল বলে একজন স্থানীয় পুলিশ প্রধান জানিয়েছেন। পুলিশ প্রধান উইলিয়াম ক্যালে টিভি নেটওয়ার্ক ইকুয়াভিসাকে জানান, সোমবার (২২শে...