২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ পিএম পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ এবং দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ অসীম মুনির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে এক বিরল বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাকিস্তানের একটি সরকারি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এই বৈঠকের খবরটি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল অসীম মুনির ওয়াশিংটনের হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন।বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শালকে "চমৎকার মানুষ" হিসেবে আখ্যা দেন। হোয়াইট হাউজ থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, শাহবাজ শরিফ, ফিল্ড মার্শাল মুনির এবং প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনায়...