মস্তিষ্কে আঘাতজনিত কারণে ২১ বর্ষী তরুণ ফুটবলার বিলি ভাইগার মারা গেছেন। চিচেস্টার সিটির ইংলিশ ফরোয়ার্ড ২০ সেপ্টেম্বর সাসেক্স কাউন্টি ফুটবলে উইঙ্গেট অ্যান্ড ফিন্সলের বিপক্ষে ম্যাচের শুরুতে খেলা চলাকালে মস্তিষ্কে আঘাত পান। ১৩ মিনিট পর ম্যাচ পণ্ড ঘোষণা করা হয়। চিচেস্টার বিবৃতিতে জানিয়েছে, ‘মস্তিষ্কে আঘাত পাওয়ায় ভাইগার কোমায় চলে যান। মঙ্গলবার স্বাভাবিক অবস্থায় ফেরার জন্য তাকে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয়। আঘাত থেকে পরিত্রাণ না পেয়ে বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি।’ ভাইগার আগে খেলতেন আর্সেনাল যুব দলের হয়ে। গানারদের হয়ে নাম লেখান ২০১৭ সালে। যখন তার বয়স ১৪ বছর। ২০২৪ সালে আর্সেনাল...