ব্যাপক হারে নিউজিল্যান্ড ছাড়ছেন নাগরিকরা। এতে দেশটির অর্থনীতি ও কর্মক্ষেত্রে তৈরি হওয়া সংকট। পরিস্থিতি সামাল দিতে অভিবাসী কর্মীদের স্থায়ী বসবাস প্রক্রিয়া সহজ করছে দেশটির সরকার। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিবিষয়ক মন্ত্রী নিকোলা উইলিস ঘোষণা দেন, দুইটি নতুন রেসিডেন্সির (স্থায়ী বসবাস) পদ্ধতি চালু করা হবে। তার মতে, দক্ষ ও অভিজ্ঞ অভিবাসীরা কর্মক্ষেত্রে শূন্যতা পূরণে সহায়তা করতে পারবেন। খবর দ্য গার্ডিয়ানের।তিনি বলেন, ‘ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন যে, গুরুত্বপূর্ণ দক্ষতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও অনেক অভিবাসীর জন্য রেসিডেন্সি পাওয়া খুব কঠিন ছিল।’ নতুন রেসিডেন্সির নিয়ম ২০২৬ সালের মাঝামাঝি থেকে চালু হবে। প্রথম পদ্ধতিতে সুযোগ পাবেন সে সব অভিবাসী যাদের ভালো চাকরি আছে এবং যথেষ্ট অভিজ্ঞতা ও নির্দিষ্ট পরিমাণ বেতন রয়েছে।দ্বিতীয় পদ্ধতিতে সুযোগ পাবেন সে সব অভিবাসী যারা কারিগরি বা টেকনিক্যাল কাজ করেন এবং...