ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচর গ্রামের কুমার নদে গোসল করতে নেমে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দাদি-নাতির মৃত্যু হয়। এ ঘটনায় নিখোঁজ হয় অপর এক শিশু। তাকে উদ্ধারে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে নদীতে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নিসার আলী রাইজিংবিডিকে বলেন, “আমরা আজ সকাল ৯টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করেছি। ইতোমধ্যে গতকাল যেখানে লাশ পাওয়া গিয়েছিল, সেই কুমার নদের পশ্চিম ভাসানচর এলাকায় ডুবুরিরা খোঁজ চালিয়েছেন। নদীর প্রবাহকে অনুসরণ করে আমরা আশপাশেও খোঁজ চালাচ্ছি। দুপুর ১টা পর্যন্ত আমাদের খোঁজ চলমান থাকবে। আশা করছি, শিশুকে খুঁজে পাব।”আরো পড়ুন:টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যুগোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু মারা যাওয়ারা হলেন- পশ্চিম ভাসানচর গ্রামের তোতা...