দেশীয় বিশেষজ্ঞ দিয়ে চীনের তিস্তা মহাপরিকল্পনা যাচাইয়ের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, নদী রক্ষা প্রকল্পের পাশাপাশি ভারতের সাথে পানি বন্টন চুক্তির বাস্তবায়নও জরুরি। ভূরাজনীতি বিবেচনায় এ উদ্যোগে চীন-ভারতের সাথে জাপান ও বিশ্বব্যাংককেও যুক্ত করা উচিত বলে মনে করেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, তিস্তা ঘিরে অর্থনৈতিক পদক্ষেপের ভীত আরও মজবুত হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের ওপরই ভরসা বাংলাদেশের। প্রথম ধাপের জন্য এরই মধ্যে ৫৫ কোটি ডলার ঋণ চেয়েছে সরকার। এক দশক ধরে মাঠ পর্যালোচনা করেছেন চীনা বিশেষজ্ঞরা। আগস্টে ঢাকার আনুষ্ঠানিক প্রস্তাবের পর আবারও কারিগরি দল পাঠাতে চায় বেইজিং। দীর্ঘ সময় ধরে তিস্তার পানি বন্টন চুক্তি ঝুলিয়ে রেখেছে ভারত। বিশ্লেষকেরা বলছেন, দিল্লির আগ্রহ না থাকলেও তিস্তার পানি আদায়ের বিকল্প নেই। চীনা মহাপরিকল্পনার যাবতীয় তথ্য প্রকাশের পরামর্শ তাঁদের। নদী ও পানি বিশেষজ্ঞ ড. আইনুন...