কক্সবাজার টেকনাফে বিজিবির অভিযানে মানবপাচারকারীদের আস্তানা থেকে তিনজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় মানব পাচারকারী চক্রের একজন সদস্যকে আটক হয়। আটক মানবপাচারকারী উখিয়া ১৫ নম্বর জামতলি রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি-৫ এর মৃত তৈয়ব আলীর ছেলে সাদেক (২৫)। বৃহস্পতিবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফের বড়ইতলী এলাকার গহীন পাহাড়ে একটি পাচারকারী চক্র মিয়ানমার এবং থাইল্যান্ডে হয়ে মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন ভুক্তভোগীকে আটকে রেখেছে। খবর পাওয়া মাত্রই অধিনায়ক, ২ বিজিবির নেতৃত্বে একটি মানব পাচারবিরোধী অভিযান...