ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে প্যারিসের একটি আদালত। লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধ অর্থ নেওয়ার অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। খবর বিবিসির। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই রায় ঘোষণা করা হয়। আদালত তাকে ফৌজদারি ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করে। তবে অবৈধ নির্বাচনী অর্থায়নসহ অন্য অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। আদালত তাকে এক লাখ ইউরো (প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা) জরিমানাও করেছে। রায় ঘোষণার সময় বিচারকের বক্তব্য শুনে আদালত কক্ষে উপস্থিত অনেকেই চমকে উঠেছিলেন। বিচারক নাথালি গাভারিনো বলেন, সারকোজি তার ঘনিষ্ঠ সহযোগীদের দিয়ে লিবিয়ার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করিয়েছিলেন, যেন তারা তার নির্বাচনী প্রচারণার জন্য আর্থিক সহায়তা পান। তবে এই অবৈধ অর্থায়নের সুবিধাভোগী সারকোজি ছিলেন এমন প্রমাণ পায়নি আদালত। রায় ঘোষণার...