বিতর্ক তার ছায়াসঙ্গী, আর কঙ্গনা রানাউতের নাম মানেই নতুন আলোচনার ঝড়। সিনেমা থেকে সংসদ,যেখানেই থাকুন না কেন, নিজের মতামত জানাতে কখনও পিছপা হন না তিনি। গায়ক জুবিন গর্গের হঠাৎ মৃত্যুতে যখন গোটা দেশ শোকে স্তব্ধ, তখন ৬ দিন পরে নীরবতা ভেঙে সোশ্যাল মিডিয়ায় কলম ধরলেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। আর তার সেই আবেগঘন পোস্ট ঘিরেই ফের তীব্র চর্চা শুরু বিনোদন মহলে।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, জুবিন ও কঙ্গনা, দুজনেরই বলিউড ক্যারিয়ার শুরু হয় ২০০৬ সালে, ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে। এক দিকে কঙ্গনা ওই ছবির নায়িকা, অন্য দিকে জুবিনের কণ্ঠে ‘ইয়া আলি’ গান পুরো বিশ্বে ঝড় তোলে দর্শক হৃদয়ে। গায়কের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই জ়ুবিন প্রসঙ্গে নিজের মতামত জানালেন কঙ্গনা। গায়কের ছবি দিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ‘‘তোমার মতো আর কেউ হতে...