পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঐতিহ্যবাহী ও অন্যতম বৃহৎ বাজার অষ্টমনিষা। প্রায় পাঁচ বছর আগে ঝড়ে ভেঙে যায় বাজারের শেডগুলো। এরপর থেকে খোলা আকাশের নিচে বা পলিথিনের অস্থায়ী ছাউনির নিচে চরম প্রতিকূল পরিবেশে ব্যবসা চালিয়ে যাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়েই দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়রা জানান, প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এই বাজারে কেনাবেচা চলে। বিশেষ করে প্রতি রোববার ও বৃহস্পতিবার হাটের দিন আশপাশের এলাকা থেকে হাজারো মানুষ এখানে কেনাকাটা করতে আসেন। কিন্তু ভেঙে যাওয়া শেডগুলো বাজারের বেহাল দশার চিত্র তুলে ধরে। বারবার স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। অষ্টমনিষা বাজারে আসা ক্রেতা শাহ-আলম এবং বিক্রেতা মামুন আলী বলেন, বাজার থেকে নিয়মিত রাজস্ব আদায় করা হলেও তার কোনো সুফল পাওয়া যাচ্ছে...