আশির দশকের তুমুল জনপ্রিয় পপস্টার গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী অলিভিয়া নিউটন-জন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়ে সত্তর দশকের তুমুল জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী ২০২২ মারা যান। আজ নিউটন-জনের জন্মদিন। ১৯৪৮ সালে ইংল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন।১৯৭৩ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের একজন ছিলেন অলিভিয়া। এ সময়ে তিনি চারটি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নেন।জন ট্র্যাভোল্টার সঙ্গে তার ডুয়েট ‘ইউ আর দ্য ওয়ান দ্যাট আই ওয়ান্ট’ ১ কোটি ৫০ লাখের বেশি কপি বিক্রি হয়। অলিভিয়ার কণ্ঠে ‘ফিজিকাল’ গানটিও পায় আকাশছোঁয়া জনপ্রিয়তা।ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান এ গায়িকা-অভিনেত্রী ‘গ্রিজ’ নামের মিউজিক্যাল সিনেমায় স্যান্ডি চরিত্রে অভিনয় করে তুমুল পরিচিতি ও জনপ্রিয়তা পান।নিউজজি/নাসি আশির দশকের তুমুল জনপ্রিয় পপস্টার গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী অলিভিয়া নিউটন-জন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়ে সত্তর দশকের তুমুল জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী ২০২২ মারা যান। আজ নিউটন-জনের...