নিজের প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে আমদানিকারক সাজিয়ে খোলা হয় ‘ক্ল্যাসিক ট্রেডিং’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান। নামসর্বস্ব এই প্রতিষ্ঠানের নামে খোলা একটি ব্যাংক হিসাব ব্যবহার করেই ৬৫১ কোটি টাকা বিদেশে পাচার করেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এসব টাকা ব্যাংক থেকে নেওয়া ঋণ ও ঘুষ হিসেবে অর্জিত। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য তুলে ধরেছেন সাইফুজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিট পিএলসি এক সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)। তাঁর নাম জাহাঙ্গীর আলম। তাঁকে আমদানিকারক সাজিয়েই ‘ক্ল্যাসিক ট্রেডিং’ নামের নামসর্বস্ব প্রতিষ্ঠানটি খোলা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহীম খলিলের আদালতে জাহাঙ্গীর আলম জবানবন্দি দিয়েছেন। এর আগে গত বুধবার নগরের কালুরঘাট থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে দুদক। পরদিন দুপুরে তাঁকে হাজির করা হয় আদালতে। দুদকের আইনজীবী মোকাররম হোসাইন প্রথম আলোকে বলেন, ‘জবানবন্দিতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের বিদেশে হাজার কোটি...