ঢাকা:বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের ১১ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেন সাংবাদিকতায় গৌরবময় অবদান রাখা এই সাংবাদিক।বাবার মৃত্যুতে না কাঁদলেও আতাউস সামাদের মৃত্যুতে কেঁদেছিলেন আরেক বরেণ্য প্রয়াত সাংবাদিক এবিএম মূসা। ভাষা সৈনিক আব্দুল মতিনের কাছে আতাউস সামাদ ছিলেন বস্তুনিষ্ঠ, অনুসন্ধানী এবং জাগরণী চেতনার নাম। আতাউস সামাদ সম্পর্কে অনেক গুণী মানুষের এমন অনেক মূল্যায়ন রয়েছে, যা তিনি অর্জন করে গেছেন ৫৬ বছরের সাংবাদিকতায়। ১৯৫৬ সালে সচিত্র সন্ধানী দিয়ে যার সাংবাদিকতা শুরু, মৃত্যুর আগমুহূর্তও ছিলেন এই পেশায়।সচিত্র সন্ধানী থেকে দৈনিক আজাদ, পাকিস্তান অবজারভার, দ্য সান, বাসস হয়ে ১৯৮২ সালে আতাউস সামাদ যোগ দেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে। প্রায় একযুগ বিবিসিতে সাংবাদিকতায় জনমানুষের আরও কাছে চলে আসেন এই বরেণ্য সাংবাদিক। তৎকালীন পূর্ব-পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবেও নেতৃত্ব দিয়েছেন...