নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এখন এটি রীতিমতো তারকাদের অংশগ্রহণে একটি জমকালো শো-বিজনেস ইভেন্টে পরিণত হয়েছে। কলকাতার বিভিন্ন ক্লাব ও পূজা কমিটি বছরের এই সময়টিতে নামী-দামী তারকাদের আমন্ত্রণ জানান পূজা উদ্বোধনের জন্য। আর এ নিয়ে চলে চূড়ান্ত প্রতিযোগিতা—কে কত বড় তারকা আনছে, কার মণ্ডপে ভিড় বেশি, কার খরচ কত! এই তালিকায় দেখা যাচ্ছে, সিনেমা জগতের তারকারা তুলনামূলকভাবে অনেক বেশি পারিশ্রমিক পান, যেখানে ছোট পর্দার (টেলিভিশন) তারকাদের পারিশ্রমিক অনেকটাই কম। তবে ভক্তদের আগ্রহে তারাও বড় মণ্ডপে নিয়মিত হাজির হন। তারকাদের এই অংশগ্রহণ কেবল রীতি-রেওয়াজ নয়, এটি এখন বিশাল বাজেটের ইভেন্ট মার্কেটিংয়ের অংশ।...