শিক্ষার্থীদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো—লেট ফি বাতিল, প্রয়োজনীয় ল্যাব স্থাপন, হলরুম থেকে ক্লাসরুম সরিয়ে নেওয়া, সব সেমিস্টারে ইমপ্রুভমেন্টের সুযোগ দেওয়া, পরিবহনের আধুনিকায়ন করা ও মেডিকেল সংস্কার করা।শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া আর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় হলো আমাদের একটি পরিবার। এই পরিবারে ছাত্র ছাড়া আমরা একেবারেই অচল। আমরা তো শুরু থেকেই তাদের দাবি মেনে নিয়েছি; কিন্তু দাবিগুলো পূরণ সময়ের প্রয়োজন ছিল। সেই সময়টুকু আজ উভয়ের পক্ষে বৈঠকের মধ্যে সমাধান হয়েছে। এ ছাড়া আন্দোলনরত শিক্ষার্থীরা যখন বলেছিল আমরা ক্যাম্পাসে ফিরে যেতে চাই। এ কথাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হৃদয় ছুঁয়ে যায়। তা ছাড়া তাদের দাবিগুলো পূরণে দফায় দফায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে বিভিন্নভাবে বৈঠক হয়েছে। শুক্রবার থেকে যথানিয়মে বিশ্ববিদ্যালয় খোলা থাকবে।এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবিগুলো মেনে নেওয়ায় বিজয় উচ্ছ্বাস করে ছাত্র...