ফাইনালের টিকিট একেবারেই হাতের নাগালে ছিল। পাকিস্তানকে ১৩৬ রানে আটকে দেওয়ার পর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের ড্রেসিংরুমে জয়ের স্বপ্নই বাজছিল। কিন্তু সেই সহজ সমীকরণও শেষ পর্যন্ত গিলে খেল চিরচেনা ব্যাটিং ব্যর্থতা। মাত্র ১২৪ রানে গুটিয়ে গিয়ে এশিয়া কাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। ম্যাচ শেষে হতাশ কণ্ঠে ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিকও অকপটে স্বীকার করলেন—ধ্বংসযজ্ঞের নেপথ্যে মূল দায় ব্যাটসম্যানদের।জাকের বলেন, ‘গত দুই ম্যাচেই ব্যাটিং ইউনিট আমাদের হতাশ করেছে। বিপরীতে বোলাররা দুর্দান্ত পারফর্ম করেছে। কিন্তু রান তাড়ায় আমরা বারবার ভুল করেছি, আর তারই মূল্য দিতে হয়েছে।’লিটন দাসের অনুপস্থিতিতে প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্ব দেওয়া জাকেরের জন্য অভিষেকটা সুখকর হয়নি। ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তানের কাছেও একই পরিণতি বরণ করতে হলো। তবে অধিনায়কত্বের অভিজ্ঞতা নিয়ে তিনি বললেন, ‘এটা কঠিন ছিল। তবু আমি সুযোগগুলো...