রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রের দারবন্দ শহরের পুরনো অংশে দাঁড়িয়ে আছে একটি জামে মসজিদ—উত্তর এশিয়ার সবচেয়ে পুরনো মসজিদ। অষ্টম শতকে ইরানিদের হাতে নির্মিত এ মসজিদ শুধু প্রাচীন স্থাপত্যই নয়, মুসলিম সভ্যতার এক অনন্য নিদর্শন হিসেবে আজও অক্ষত রয়েছে। ২০০৩ সালে ইউনেসকো the Old Derbent-কে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে, যার অন্যতম প্রধান স্থাপনা এই জামে মসজিদ। এক সময় ‘দারবন্দ’ ছিল ইরানের অংশ। ফারসি দুটো শব্দ ‘দার’ ও ‘বন্দ’ মিলে এই নামের উৎপত্তি, যার অর্থ বন্ধ দরজা। কারণ, এই শহরটি বন্ধ দরজার মতোই ককেশাস অঞ্চলের পথে বাধা হয়ে আছে। ২২ হিজরিতে (৬৪৩ খ্রিষ্টাব্দে), খলিফা ওমর ইবনে খাত্তাবের (রা.) আমলে একটি শান্তিপূর্ণ চুক্তির মাধ্যমে এই শহরটি খেলাফতের অধীনে আসে। এরপর শহরটি খেলাফতের সামরিক ও প্রশাসনিক কেন্দ্র হয়ে ওঠে, বিশেষ করে খাজারদের বিরুদ্ধে যুদ্ধ এবং...