মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি ইসরায়েলকে ওয়েস্ট ব্যাঙ্ক (পশ্চিম তীর) দখল বা সংযুক্ত করার অনুমতি দেবেন না। এই মন্তব্যের মাধ্যমে তিনি ইসরায়েলের কিছু কট্টর ডানপন্থি রাজনীতিকের দাবি প্রত্যাখ্যান করলেন, যারা ওই অঞ্চলকে ইসরায়েলের আওতাভুক্ত করতে চায় এবং একটি সম্ভাব্য ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ পুরোপুরি বন্ধ করতে চায়। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি ইসরায়েলকে ওয়েস্ট ব্যাঙ্ক দখলের অনুমতি দেবো না। না, আমি এটা হতে দেব না। এটা ঘটবে না। ওভাল অফিসে সাংবাদিকদের সামনে তিনি আরও বলেন, পর্যাপ্ত হয়েছে। এখন থামার সময় এসেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাম্প্রতিক সময়ে তার ডানপন্থি মিত্রদের কাছ থেকে পশ্চিম তীর সংযুক্তকরণের বিষয়ে চাপের মুখে পড়েছেন। এ নিয়ে আরব নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ফাকে মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন কয়েকজন আরব নেতা।...