অনেকেই মনে করেন, পেটব্যথা নারীদের জন্য একটা স্বাভাবিক বিষয়। কোনো ব্যাপারই নয়। তাই বেশিভাগ সময়ই নারীরা এটিকে গুরুত্ব দেন না। তারা মনে করেন, এটা সাধারণ কোনো কারণে হচ্ছে বা পিরিয়ডজনিত কারণে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস বিপজ্জনক।ভারতের ফর্টিস হাসপাতাল ও শাল্য ক্লিনিকের ব্যারিয়াট্রিক, জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি বিভাগের ডিরেক্টর ডা. পঙ্কজ শর্মা জানিয়েছেন, মহিলাদের মধ্যে সবচেয়ে সাধারণ অভিযোগগুলোর একটি হলো পেটের ব্যথা। কিন্তু তারা সচরাচর এ ব্যথাকে পাত্তা দেন না। এর ফলেই চিকিৎসা দেরিতে হয়, আর রোগ ধরা পড়ে অ্যাডভান্সড স্টেজে বা জটিল পর্যায়ে।ডা. শর্মা নিজের অভিজ্ঞতা থেকে জানিয়েছেন, তিনি বহু মহিলাকে দেখেছেন যারা মাসের পর মাস পিত্তথলির পাথরের (গলস্টোন) ব্যথা সহ্য করেছেন, ধরে নিয়েছেন সেটা অ্যাসিডিটি বা বদহজম; কিন্তু যখন চিকিৎসকের কাছে এসেছেন, তখন হয়তো একমাত্র উপায় ছিল অস্ত্রোপচার।তিনি...