যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। সেনাপ্রধানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর এ বৈঠককে ‘বিরল’ বলছে পাকিস্তানি সংবাদমাধ্যম। বলা হচ্ছে, ট্রাম্পের সঙ্গে পাকিস্তানি শীর্ষ নেতৃত্ব দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেছেন। আলোচনায় ছিল ভারত প্রসঙ্গও।জিওটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বৈঠকের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী শাহবাজ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরকে চমৎকার মানুষ বলে আখ্যা দেন। আর বৈঠক শেষে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ হন শাহবাজ শরিফ।পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে বলেছেন, বিশ্বজুড়ে সংঘাতের অবসান ঘটাতে আন্তরিক প্রচেষ্টায় নিয়োজিত ট্রাম্প একজন শান্তির মানুষ।ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে এক উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, মার্কিন...