মাত্র ৫২ বছর বয়সে ভারতীয় গায়ক জুবিন গার্গের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ হয়ে উঠেছে তাঁর লাখ লাখ ভক্ত। সিঙ্গাপুর থেকে তাঁর মরদেহ আসামে পৌঁছালে পুরো রাজ্য যেন থমকে যায়। গুয়াহাটিসহ রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষ ভিড় জমায়, সৃষ্টি হয় ভারতের সাংস্কৃতিক ইতিহাসের একটি স্মরণীয় মুহূর্ত—যা সুপারস্টারের খ্যাতিকেও হার মানায়। শহরের রাস্তাগুলো বন্ধ হয়ে যায়; মানুষের ভিড়ে ভেসে ওঠে এক বিশাল স্রোত। গান, অশ্রু, প্রার্থনা এবং নিঃশব্দ শ্রদ্ধা জুবিন গার্গের প্রতি মানুষের গভীর ভালোবাসা প্রকাশ করে। লিমকা বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, জুবিনের শোকযাত্রায় প্রায় ২০ লাখ মানুষ অংশগ্রহণ করেছিলেন, যা বিশ্বের চতুর্থ সর্বোচ্চ সমাবেশের রেকর্ড। এর আগে এমন দৃশ্য দেখা গিয়েছিল মাইকেল জ্যাকসন, পোপ ফ্রান্সিস এবং রানি এলিজাবেথ দ্বিতীয়ের প্রয়াণের সময়। প্রশ্ন উঠেছে—শুধু তাঁর গানের জন্য কি জুবিন এত জনপ্রিয় ছিলেন,...