যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একাধিক পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছেন, এর মধ্যে ব্র্যান্ডের ওষুধ আমদানিতে বসানো হয়েছে শতভাগ শুল্ক। যদি কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রে ওষুধ উৎপাদন কারখানা না খোলে, তাহলে তাকে এই ১০০% শুল্ক দিতে হবে। ওয়াশিংটন সব ধরনের ভারী ট্রাক আমদানিতে ২৫% এবং কিচেন ও বাথরুম কেবিনেটের ওপর ৫০% শুল্কও নেবে, বৃহস্পতিবার দেওয়া ঘোষণায় ট্রাম্প এমনটাই বলেছেন বলে জানিয়েছে বিবিসি। “এ শুল্ক আরোপের কারণ হল বাইরের দেশ থেকে এসব পণ্যে যুক্তরাষ্ট্রে বানের জলের মতো ঢুকছে,” মার্কিন কোম্পানিগুলোকে সুরক্ষা দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশাল লিখেছেন ট্রাম্প। আর শুল্ক আরোপ না করতে মার্কিন ব্যবসায়ীরা হোয়াইট হাউসের কাছে কাতর অনুরোধ জানানোর পরও নতুন শুল্কের এ ঘোষণা এল। এতে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড ও জাপানের মতো দেশগুলোর বড়...