দুর্গোৎসব ঘিরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তিনটি ভিন্ন গল্পের সিনেমা। শুক্রবার থেকে দেশের প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘সাবা’ ও ‘উদীয়মান সূর্য’ সিনেমাগুলো। মা ও মেয়ের গল্পে মেহজাবীন চৌধুরীর সিনেমা ‘সাবা’ দেখা যাচ্ছে দেশের ৫টি মাল্টিপ্লেক্সে। রোমান্স ও ফ্যান্টাসির মিশেলে তৈরি সিনেমা ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ২৭টি এবং মুক্তিযুদ্ধের গল্পের সিনেমা ‘উদীয়মান সূর্য’ সাতটি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমা ঢাকা ও ঢাকার বাইরে ২৭টি সিঙ্গেল স্ক্রিনে দেখা যাচ্ছে। সুদীপ্ত সাঈদ খানের চিত্রনাট্যে সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়ার। সিনেমার চিত্রনাট্য নিয়ে মানিক বলেন, “এটা একটা নিরেট প্রেমের সিনেমা। যেখানে ফুটে উঠেছে এক স্বপ্নভঙ্গের গল্প, রাজকন্যা আর বাস্তবতার জটিলতা দেখা যাবে সিনেমায়।” দৃশ্যধারণের পাঁচ বছর পর আলোর মুখ দেখল সিনেমাটি। ২০২০ সালে...