নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজারে প্রকাশ্যে এক বৃদ্ধ ফকিরের দীর্ঘ ৩০ বছরের চুল ও দাড়ি জোরপূর্বক কেটে দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, টুপি ও পাঞ্জাবি পরা কয়েকজন ব্যক্তি জনসমক্ষে ওই বৃদ্ধের মাথার জটা, দাড়ি ও চুল কেটে ফেলছেন। শত শত লোক উপস্থিত থাকলেও কেউ প্রতিবাদ করেনি। ভুক্তভোগীর নাম হালিম উদ্দিন আকন্দ (৭০), তিনি কোদালিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে পরিচিত “হালিম ফকির” নামে।তিনি কোনো মানসিক সমস্যায় ভোগেন না; বরং তিনি দীর্ঘদিন ধরে বাউল ও সুফি ধারার ভক্ত হিসেবে জীবনযাপন করছেন। তার বিশ্বাস মতে, তিনি হযরত শাহজালাল (র.) ও শাহ পরান (র.)-এর অনুগামী, এবং সেই থেকেই তার মাথায় চুলের জট ছিল প্রায় ৩০ বছর ধরে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়:তিনজন ব্যক্তি মিলে জোর করে বৃদ্ধের মাথা...