এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে জয় হাতছাড়া করে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেলো বাংলাদেশের। ১৩৬ রানের সহজ লক্ষ্য থাকলেও ১১ রানে হেরে যায় দল। ম্যাচ শেষে কোচ ফিল সিমন্স স্পষ্ট জানালেন, তিনটি ক্যাচ মিস আর ব্যাটসম্যানদের খারাপ সিদ্ধান্তই হারিয়ে দিয়েছে বাংলাদেশকে। পাকিস্তান তখন ৫১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল। সেখানেই নুরুল হাসান আর মেহেদী হাসান ক্যাচ ছাড়েন শাহীন শাহ আফ্রিদির। আফ্রিদি পরে মাত্র ১৩ বলে ১৯ রান করেন, মারেন দুই ছক্কা। এরপর শূন্য রানে মোহাম্মদ নওয়াজের ক্যাচ ফেলেন পারভেজ হোসেন ইমন। নওয়াজ করেন ২৫ রান ১৫ বলে, যার মধ্যে ছিল দুই ছক্কা ও একটি চার। কোচ সিমন্স বলেন, ‘আমরা যখন শাহীন আর নওয়াজের ক্যাচ ফেললাম, তখনই খেলার গতিপথ বদলে গেল। তার আগে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। অনেকে স্টেডিয়ামের...