২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ এএম ফেনীর ছাগলনাইয়ায় বিজিবির অভিযানে লাখ টাকার ভারতীয় কফ সিরাপ জব্দ করছে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর টহলদল বিশেষ অভিযানে বিপুল পরিমাণ এই ভারতীয় কফ সিরাপ জব্দ করে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম বিওপির টহল কমান্ডার সুবেদার আবু আহম্মেদের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত মেইন পিলার ২১৯৫/৪ এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোকামিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় Codeine Phosphate Triplodine Hydrochloride Syrup এর ২৪২ বোতল জব্দ করা হয়।বিজিবি জানায়, জব্দকৃত কফ সিরাপের সিজার মূল্য প্রায় ৯৬ হাজার ৮০০ টাকা। শিগগিরই ফিলিস্তিন ও ইসরাইল দ্বি-রাষ্ট্র সমাধান আসছে: সউদী পররাষ্ট্রমন্ত্রী কার্ডবিহীন কিস্তিতে দেশের প্রথম ডিভাইস-বান্ডেল অফার আনলো গ্রামীণফোন ও পামপে ট্রাম্পের...