আলবেনিয়া তাদের ক্রমবর্ধমান অর্থনীতিকে এগিয়ে নিতে বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ শ্রমিক নিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব দেন আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাই। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাই বলেন, তার দেশের জন্য শ্রমিক দরকার। ইতোমধ্যে কয়েকটি আলবেনিয়ান কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য আবেদন জমা দিয়েছে। দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর জোর দেন প্রেসিডেন্ট বেগাই। পর্যটন খাতের দিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আলবেনিয়ার দক্ষিণ উপকূল বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্য হতে পারে। বাংলাদেশ থেকে আলবেনিয়ার কর্মী নেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের উদ্যোমী ও তরুণ শ্রমশক্তি আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে...