কারণ খুবই সহজ, অ্যাপলের বিশাল পরিমাণ উৎপাদন চাহিদা অনুসারে স্যামসাংয়ের ওএলইডি প্রযুক্তির মতো মানসম্পন্ন কিছু আর কেউ দিতে পারে না। অ্যাপলের চাহিদা অনুসারে, নিজেদের বিভিন্ন ডিসপ্লে প্যানেলে উজ্জ্বলতা ও রঙের নিখুঁত মান বজায় রাখে স্যামসাং। নতুন ধরনের ডিসপ্লে প্রযুক্তি তৈরির ক্ষেত্রে বেশিরভাগ সময় সবার আগে থাকে স্যামসাং। যেমন, ‘প্রোমোশন’ প্রযুক্তির একশ ২০ হার্টজ রিফ্রেশ রেট চালাতে যে ‘এলটিপিও ওএলইডি’ ডিসপ্লের দরকার সেটিও স্যামসাং-ই আগে তৈরি করেছে। দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটি কেবল স্ক্রিনেই আটকে নেই, বরং আইফোনে ব্যবহৃত অত্যাধুনিক মেমোরি চিপ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্যামসাং। অ্যাপলের প্রতিটি আইফোনের মূল চালিকাশক্তি এ-সিরিজের বিভিন্ন প্রসেসর বা চিপ। সম্পূর্ণভাবে অ্যাপলের নিজস্ব ডিজাইন হলেও অনেকেই হয়ত জানেন না, এসব চিপ তৈরি প্রক্রিয়ায় স্যামসাংও দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিছু মডেলের আইফোনে ‘এনএএনডি ফ্ল্যাশ’ স্টোরেজ এবং...