নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ||রাইজিংবিডি.কম জব্দকৃত টাকা। ইনসেট: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বিদেশে পলাতক সাবেক ভূমিমন্ত্রী ও চট্টগ্রামের আনোয়ারা আসনের সাবেক সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা ১১টি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে তোলা হয় ১ কোটি ৭৬ লাখ টাকা। এর মধ্যে ৮৩ লাখ ৭৬ হাজার টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি জানায়, এই টাকা দেশে থাকা এজেন্টরা হুন্ডির মাধ্যমে জাবেদের কাছে পাচারের উদ্যোগ নিয়েছিল। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমান এ তথ্য জানান।আরো পড়ুন:দুদক নিজেই দুর্নীতিমুক্ত না হলে অন্যকে বলার অধিকার রাখে না: চেয়ারম্যানময়মনসিংহ জেলা পরিষদের প্রকল্পে অনিয়ম, দুদকের অভিযান দুদক নিজেই দুর্নীতিমুক্ত না হলে অন্যকে বলার অধিকার রাখে না: চেয়ারম্যান ময়মনসিংহ জেলা পরিষদের প্রকল্পে অনিয়ম, দুদকের অভিযান তিনি জানান, বিদেশে পলাতক...