ক্রিকেটে গতরাত বাংলাদেশের জন্য সুখকর না হলেও ফুটবলে দর্শকদের দুঃখ ভোলার সুযোগ তৈরি করে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। গতকাল সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। অপর ম্যাচে নেপালকে পরাজিত করে ফাইনালে নাম লিখিয়েছে ভারতও। গতকাল বৃহস্পতিবার বিকালে কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নেয় বাংলাদেশ। যেখানে ম্যাচের মাত্র ৪ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। গোল দুটি করেছেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ও অপু রহমান। এদিকে সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে একই মাঠে নেপালকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। গত আসরে এই ভারতের কাছে ফাইনালে হেরেই নিজেদের প্রথম সাফ শিরোপা জয় থেকে বঞ্চিত হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ফাইনালে উঠে বাংলাদেশ কোচ গোলাম রাব্বানী ছোটন বলেছেন, ‘প্রথমেই...