গত এক বছরে ইন্টারপোলের রেড নোটিস জারির জন্য পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ তালিকায় রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এ কারণে ইন্টারপোলের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। জয় ও পুতুলের বিরুদ্ধেও একই মামলায় অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনা ছাড়াও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামান, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও তার স্ত্রী জীশান মীর্জার বিরুদ্ধেও রেড নোটিসের প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও...