সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, ইসরাইল-ফিলিস্তিনের সমস্যা অদম্য নয়। যদি প্রকৃত রাজনৈতিক সদিচ্ছা থাকে তবে আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব। সেইসঙ্গে শিগগিরই দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাইডলাইনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘অবশ্যই, সব অনিষ্পন্ন ইস্যু সমাধানের জন্য ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে আলোচনা শুরু হতে হবে। আমরা এসব সমস্যাকে অদম্য মনে করি না।’ ‘যদি আন্তরিক সদিচ্ছা থাকে—আর আমরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে জানি যে তারা প্রস্তুত এবং যুক্তিসঙ্গত ও বাস্তবধর্মীভাবে এসব ইস্যু মোকাবিলা করতে আসবে—তাহলে আমরা তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যেই একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, যা টেকসই, কার্যকর এবং প্রতিবেশী ইসরাইলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করতে সক্ষম...